সোমবার, 15 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় পদ্মা সেতুতে

 

স্টাফ রিপোর্টার : টোল আদায়ে পদ্মা সেতুতে আধুনিক নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে।

সোমবার দুপুর ২টা থেকে চালু হতে যাওয়া নতুন এ ব্যবস্থায় ফলে গাড়ি থামানো ছাড়াই নির্ধারিত লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাবে।

সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, পদ্মা সেতুতে ইটিসি চালু, ট্যাপ অ্যাপে রেজিস্ট্রেশন ও মাওয়া আরএফআইডি বুথে ট্যাগ যাচাই শেষে থামা ছাড়াই টোল পরিশোধ করে পারাপার করা যাবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মাসুদ রানা শিকদার  বলেন, "আজ থেকে লাইভ পাইলটিং শুরু হয়েছে। এখানে টোল আদায় করা হবে। পাশাপাশি কেউ চাইলে সেখানেই ইটিসি রেজিস্ট্রেশন করতে পারবে। তবে এজন্য গাড়িতে বিআরটিএর অনুমোদিত আরএফআইডি থাকতে হবে।"

এর আগে ২০২৩ সালেও পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে টোল আদায় শুরু করেছিল সেতু বিভাগ।


তবে সেটি তখন ‘ভালোভাবে কাজ না করায়’ নতুন করে আবার পাইলটিং হচ্ছে বলে জানিয়েছেন মাসুদ রানা শিকদার।

"সেটি ভালোভাবে কাজ করছিল না। কিছু সমস্যা ছিল। এ কারণে উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় আবার শুরু হয়েছে। আশা করছি এটা ভালোভাবে কাজ করবে।"

ইলেক্ট্রনিক টোল কালেকশন সিস্টেম (ETC) এমন একটি পদ্ধতি যাতে গ্রাহক টোল গেট অতিক্রম করার সময় গাড়ি না থামিয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করতে পারেন।

 

সর্বাধিক পঠিত