সোমবার, 15 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

ঢামেকে ৬ সন্তানের জন্ম দিলেন নারী, ১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিন ছেলে ও তিন মেয়ের জন্ম দিয়েছেন প্রিয়া নামের এক নারী। জন্মের পর এক শিশুর মৃত্যু হয়েছে। ওজন কম হওয়ায় তিনজনকে ঢামেক হাসপাতালের এনআইসিইউ এবং বাকিদের বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢামেকে নোয়াখালীর সেনবাগের কাতারপ্রবাসী মো. হানিফ স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া (২৩) ওই ছয় সন্তানের জন্ম দেন।


হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, মাত্র ২৭ সাপ্তাহে ডেলিভারি হয়ে যাওয়া এবং প্রয়োজনের চেয়ে অনেক কম ওজন হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

গাইনি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. তাসনুবা শারমিন জানান, একটি বাচ্চা আড়াই কেজি হলে বলে থাকি পরিপূর্ণ। কিন্তু এই ছয় নবজাতক ২৭ সাপ্তাহ ডেলিভারি হয়েছে। তাদের ওজন ৬০০ গ্রাম থেকে ৯০০ গ্রাম।

ফলে প্রতিটি নবজাতক অপরিপক্ব হয়ে জন্মগ্রহণ করেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের রাখা হয়েছে নবজাতক আইসিইউতে। 
তিনি জানান, জন্মের কিছু সময় পর এক (ছেলে) সন্তান মারা গেছে।

বাকি পাঁচ সন্তানের মধ্যে দুজন রয়েছে, ঢামেক হাসপাতালে। এখানে সিট খালি না থাকায়, বাকি তিন নবজাতক বাহিরের একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। এখানে খালি হলে তাদের আবার আনা হবে। 
প্রসূতি মায়ের ননদ লিপি বেগম বলেন, ‘গত ৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে আমার বাসায় আসে। প্রথমে স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়।

শনিবার রাতে ব্যথা উঠলে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’ 
তিনি বলেন, ‘গত দুই বছর আগে তার পুত্র সন্তান হয় এবং জন্মের তিন দিন পর মারা যায়।’

 

সর্বাধিক পঠিত