সোমবার, 15 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

চাকসু নির্বাচন, ভিপি পদে ৭ জনসহ প্রথম দিনেই বিক্রি ২৮ ফরম

চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টা থেকে চাকসু নির্বাচন কমিশনের কার্যালয় থেকে  মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।


প্রথম দিন মোট ২৮টি মনোনয়ন ফরম বিক্রি করেছে নির্বাচন কমিশন।


কেন্দ্রীয় সংসদে মনোনয়ন নিয়েছেন ২৬ জন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৭ জন। সাধারণ সম্পাদক (জিএস) ও যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন করে মনোনয়ন নিয়েছেন।


এছাড়া হল সংসদে ২ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। ছাত্র হলে একজন এবং ছাত্রী হলে একজন। প্যানেল হিসেবে মনোনয়ন নিয়েছে ‘দ্রোহ পর্ষদ’।


শীর্ষ তিন পদে মনোনয়ন নিলেন যারা


প্রথম দিনে চাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন ফরম তুলেছেন ৭ জন। তারা হলেন- হাবিবুর রহমান, আবদুল্লাহ যায়েদ, মোহাম্মদ ফয়সাল সিকদার, মো. আজিজুল হক, একেএম ইশতিয়াক সম্রাট, মো. আহসান হাবীব, ঋজুলক্ষ্মী অবরোধ।


সাধারণ-সম্পাদক পদে মনোনয়ন ফরম তুলেছেন ২ জন। তারা হলেন- মো. আবু তালেব, ইফাজ উদ্দিন ইমু।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম তুলেছেন ২ জন। তারা হলেন- মুহাম্মদ মারুফ, শেখ জুনায়েদ কবির।

 

সর্বাধিক পঠিত