স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ৫টি একাডেমিক এলাকায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে।
রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা। একাডেমিক স্থানগুলো হলো ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), কেন্দ্রীয় লাইব্রেরি, কার্জন, মোকাররম ভবন ও ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ (এফবিএস)।
ঢাবি শিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, ‘নারী শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা একাডেমিক এলাকায় ৫টি জায়গায় এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করব।
এই কাজটি ডাকসুর আগেই কথার কথা ছিল। কিন্তু ডাকসু আচরণবিধিতে উল্লেখ ছিল কোনো ধরনের উপহার দেওয়া যাবে না। তাই এখন এটি করছি। আমাদের এমন কাজ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
ঢাবি শিবিরের সাধারণ সম্পাদক ও ডাকসু নবনির্বাচিত এজিএস মহিউদ্দিন খান বলেন, ‘আমরা দীর্ঘ এক বছর যাবৎ শিক্ষার্থীবান্ধব কাজ করার চেষ্টা করেছি। সেটার ধারাবাহিকতায় আমরা আজকে নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করছি। ডাকসুর তফসিলে আমরা বলেছিলাম একাডেমিক ভবনে যে ধরনের সুবিধা নেই সেগুলোর ব্যবস্থা করব। আমাদের এই ধরনের কাজ অব্যাহত থাকবে।
গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে শিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এই প্যানেলের প্রার্থীরা ডাকসুর ভিপি, জিএস, এজিএসসহ ২৮ পদের ২৩টিতেই জয়লাভ করে।