রবিবার, 14 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

যুক্তরাষ্ট্রে জাতীয় এআই নেতার স্বীকৃতি পেলেন বাংলাদেশি বিজ্ঞানী

ফুলকি ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয়েস আরবানা-শ্যাম্পেইনের (ইউআইইউসি) বাংলাদেশি বিজ্ঞানী ড. সৈয়দ বাহাউদ্দিন আলমকে জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নেতার স্বীকৃতি দেওয়া হয়েছে। এই স্বীকৃতি যুক্তরাষ্ট্রের সাদা বাড়ির ‘ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন প্ল্যান ২০২৫’ কার্যক্রমে ইউআইইউসি-এর সরকারি প্রতিক্রিয়ার অংশ হিসেবে প্রদান করা হয়েছে।


ড. আলম বর্তমানে ইউআইইউসি-এর গ্রেইঞ্জার কলেজ অব ইঞ্জিনিয়ারিং-এর নিউক্লিয়ার, প্লাজমা ও রেডিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক। এই স্বীকৃতি উন্নত এআই গবেষণা ও যুক্তরাষ্ট্রের জাতীয় অগ্রাধিকারগুলোর মধ্যে শক্তিশালী সংযোগ স্থাপন করতে সাহায্য করবে।


ইউআইইউসি-এর পক্ষ থেকে সাদা বাড়ির বিজ্ঞান ও প্রযুক্তি নীতিমালা অফিসে পাঁচজন খ্যাতনামা অধ্যাপককে প্রস্তাব করা হয়, যার মধ্যে ড. আলমের পাশাপাশি রয়েছেন ন্যান্সি অ্যামাটো, বিল গ্রপ্প, ক্লারা নাহরস্টেড্ট ও অ্যানিতা নিকোলিচ। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সুসান মার্টিনিস আলমের অবদানকে বিশেষভাবে তুলে ধরেছেন, উল্লেখ করে বলেছেন যে তিনি এআই নীতি প্রণয়ন ও গবেষণায় সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।

ড. আলম এআই কে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, এনার্জি সিস্টেম এবং সাইবারসিকিউরিটির সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে বিশেষজ্ঞ। তার দিকনির্দেশনা নীতি নির্ধারণে সহায়তা করবে, যাতে গুরুত্বপূর্ণ অবকাঠামো, বৈজ্ঞানিক গবেষণা ও জাতীয় নিরাপত্তায় এআই দায়িত্বশীলভাবে ব্যবহার করা যায়।


এছাড়া ড. আলম যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান, প্রকৌশল ও চিকিৎসা একাডেমির বিশেষজ্ঞ কমিটিতে ‘এআই ফাউন্ডেশন মডেলস ফর সায়েন্টিফিক ডিসকভারি অ্যান্ড ইনোভেশন’ বিষয়ক পরামর্শক হিসেবে নিযুক্ত। এই পদে তিনি বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনে এআই ব্যবহার সম্পর্কিত গুরুত্বপূর্ণ নীতিমালা ও দিকনির্দেশনা দেবেন।

ড. আলম সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, “আমার ক্যারিয়ারের এই পর্যায়ে এমন স্বীকৃতি আশা করিনি। আমি এই সম্মান আমার পরিবার, শিক্ষার্থী, পরামর্শদাতা ও সহকর্মীদের উৎসর্গ করছি।”

 

সর্বাধিক পঠিত