বুধবার, 26 নভেম্বর 2025
MENU
daily-fulki

ডাকসু: নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম সভা শুরু

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম সভা শুরু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে কার্যনির্বহী কমিটির প্রথম সভা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে সভার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সভার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কার্যক্রম শুরু হলো।

প্রসঙ্গত, গত রোববার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে শীর্ষ তিন পদসহ ২৮টির ২৩টি পদেই বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা।

নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সভায় সভাপতিত্ব করছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এতে উপস্থিত রয়েছেন সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ নির্বাচিত অন্যরা।

 

সর্বাধিক পঠিত