রবিবার, 14 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

ইবাদতে আন্তরিকতা থাকলে সামান্যতেও বহুগুণ প্রতিদান মিলে

ফুলকি ডেস্ক : মানবজীবনের প্রকৃত শক্তি ও শান্তি নিহিত আছে মহান আল্লাহর সঙ্গে সম্পর্কের দৃঢ়তায়। মানুষ যখন দুনিয়ার ব্যস্ততায় জড়িয়ে পড়ে, তখন অনেক সময় সে তার স্রষ্টাকে ভুলে যায়, অথচ জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর স্মরণই তার হৃদয়ে প্রশান্তি আনতে পারে। কোরআনে ঘোষণা এসেছে— أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ ‘জেনে রাখো! আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্তি পায়।’ (সুরা রা‘দ: ২৮) এই প্রশান্তি তখনই সত্যিকার অর্থে লাভ করা যায়, যখন বান্দা আল্লাহর প্রতি সুদৃঢ় আশাবাদ রাখে এবং তাঁর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে।


আল্লাহ্‌র রহমতের দুয়ার সর্বদা খোলা; বান্দার সামান্য অগ্রগমনও আল্লাহ দ্বিগুণভাবে গ্রহণ করেন। নিচের এই বিখ্যাত হাদিসে এ বাস্তবতা অপূর্বভাবে বর্ণনা করা হয়েছে, যা মুমিনের জীবনে এক অবিনাশী আশার আলো জ্বালিয়ে রাখে-
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ اللهُ تَعَالَى أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلاَ ذَكَرْتُهُ فِي مَلاَ خَيْرٍ مِنْهُمْ وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً

আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ ঘোষণা করেন, আমি সে রকমই, যে রকম বান্দা আমার প্রতি ধারণা রাখে। আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে।


যদি সে মনে মনে আমাকে স্মরণ করে; আমিও তাকে নিজে স্মরণ করি। আর যদি সে জন-সমাবেশে আমাকে স্মরণ করে, তবে আমিও তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি। যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, তবে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই, যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয়; আমি তার দিকে দু’ হাত এগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই।
(সহিহ বুখারি, হাদিস : ৭৪০৫, ৭৫০৫, ৭৫৩৭; সহিহ মুসলিম, হাদিস : ১৬৭৫; আহমাদে আহমদ, হাদিস ৭৪২৬)
সংক্ষিপ্ত ব্যাখ্যা

এই হাদিসটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ও আশার বাণীপূর্ণ হাদিস। বুখারি, মুসলিমসহ বিভিন্ন হাদিসগ্রন্থে বর্ণিত হওয়ায় এটি “মুতাফাকুন আলাইহি”  হাদিস। এখানে আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তাআলা তাঁর বান্দার সাথে সম্পর্ক ও নৈকট্যের এক মহামূল্যবান নীতি ঘোষণা করেছেন-

১. আমি সে রকমই, যে রকম বান্দা আমার প্রতি ধারণা রাখে

এখানে আল্লাহ্ আমাদের বিশ্বাস ও ধারণার গুরুত্ব বোঝাচ্ছেন। যদি বান্দা আল্লাহ্ সম্পর্কে উত্তম ধারণা রাখে—যেমন তিনি ক্ষমাশীল, দয়ালু, রহমতশীল—তাহলে আল্লাহ্ তাঁর প্রতি তাই প্রকাশ করেন। আবার কেউ যদি আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা রাখে—যেমন আল্লাহ ক্ষমা করবেন না, আল্লাহ কেবল কঠোর শাস্তিদাতা—তাহলে তার ফলাফলও সে-ই পেতে পারে।


ইবনু হাজার আসকালানী (রহ.) বলেন, এই বাক্য দ্বারা বোঝানো হয়েছে যে, আল্লাহর প্রতিফল বান্দার ঈমান, ভরসা ও আশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ বান্দা যেমন বিশ্বাস রাখবে, তেমন ফল পাবে। এ কারণেই রাসূলুল্লাহ (সা.) মৃত্যুশয্যায় বলেছেন: ‘তোমরা কেউ মারা যেও না আল্লাহ্‌র প্রতি সুদৃঢ় আশাবাদ না রেখে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৮৭৭)

২. আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে

এখানে আল্লাহর সঙ্গ থাকা বোঝানো হয়েছে। যা দু’ভাবে হয়ে থাকে— সাধারণ সঙ্গ: সব মানুষের জন্য, যেটি আল্লাহর জ্ঞান, শক্তি ও তত্ত্বাবধান দ্বারা প্রকাশিত। বিশেষ সঙ্গ: আল্লাহর বন্ধু, মুত্তাকী ও যাঁরা বেশি বেশি যিকির করেন—তাদের জন্য আল্লাহ সাহায্য, দয়া, হেদায়েত ও রহমতের মাধ্যমে বিশেষ সঙ্গ দেন।

৩. যদি বান্দা মনে মনে আমাকে স্মরণ করে; আমিও তাকে নিজে স্মরণ করি

এতে বোঝানো হলো, জিকির গোপনে বা একান্তভাবে করা হলেও আল্লাহর তরফ থেকে তার প্রতিদান রয়েছে। এমনকি একজন মুমিন নিঃশব্দে, অন্তরে আল্লাহকে ডাকলেও তিনি সেই আহ্বান গ্রহণ করেন।

৪. যদি সে জন-সমাবেশে আমাকে স্মরণ করে, তবে আমিও তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি।

এখানে ফেরেশতাদের সমাবেশ বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ ফেরেশতাদের মাঝে গর্বভরে তাঁর বান্দাকে স্মরণ করেন, যেমন—“এই বান্দা আমাকে স্মরণ করেছে।” এর দ্বারা বোঝানো হচ্ছে, প্রকাশ্যে আল্লাহর জিকির করাও অত্যন্ত মহৎ কাজ।

৫. যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে, তবে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই; যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয়; আমি তার দিকে দু’ হাত এগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই

এটি এক প্রকার উপমা। এর দ্বারা বোঝানো হলো, আল্লাহর দিকে যে যতটুকু অগ্রসর হবে, আল্লাহ তার প্রতি দ্বিগুণভাবে দয়া ও নৈকট্য প্রদর্শন করবেন। বান্দা সামান্য ইবাদত করলে আল্লাহ তার প্রতিদান বহু গুণ বাড়িয়ে দেন। বান্দা যদি আন্তরিক তাওবা করে এক কদম এগিয়ে আসে, আল্লাহ তাকে করুণায় ভরিয়ে দেন। বান্দা যদি আল্লাহর দিকে আন্তরিকভাবে ফিরে আসে, আল্লাহ তাঁর রহমত দিয়ে ত্বরান্বিত হয়ে বান্দাকে কবুল করেন।

ইমাম নববী (রহ.) বলেন: ‘এতে আল্লাহর অসীম অনুগ্রহ বোঝানো হয়েছে। তিনি বান্দার অল্প আমলকে অনেক গুণে বৃদ্ধি করেন এবং বান্দার প্রতি দ্রুত সাড়া দেন।’

হাদিসের মূল শিক্ষা

১. আল্লাহর ব্যাপারে সুদৃঢ় আশাবাদ রাখা।
২. গোপনে বা প্রকাশ্যে যিকির করলে আল্লাহ তার প্রতিদান দেন।
3. সামান্য ইবাদতের বিনিময়েও আল্লাহ অসীম পুরস্কার দান করেন।
৪. বান্দা যদি আন্তরিকভাবে তাঁর দিকে ফিরে আসে, আল্লাহ দ্বিগুণভাবে বান্দার দিকে ফিরে আসেন।
৫. এ হাদিস আমাদের আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্ক গভীর করার জন্য শক্তিশালী প্রেরণা।

 

 

সর্বাধিক পঠিত