শনিবার, 13 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

জাকসুতে শিবির প্যানেলের স্বামী-স্ত্রীর জয়

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে দুই পদে জয়ী হয়েছেন হাফেজ তারিকুল ইসলাম ও নিগার সুলতানা দম্পতি। কার্যকরী সদস্য পদে ১ হাজার ৭৪৬ ভোট পেয়ে জয় লাভ করেন তারিকুল ইসলাম। অন্যদিকে, নিগার সুলতানা সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (ছাত্রী) পদে ২ হাজার ৫৬৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টা ২৮মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসুর চূড়ান্ত ফল ঘোষণা করেন জাকসু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।


তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪৯তম ব্যাচের (সেশন ২০১৯-২০) মাস্টার্সের শিক্ষার্থী এবং নিগার ফার্মেসি বিভাগের ৫০তম ব্যাচের (সেশন ২০২০-২১) চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

তরিকুল জাবি শাখা ছাত্রশিবিরের সমাজসেবা সম্পাদক ও নিগার কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড।

নির্বাচনে জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ১৭৯ জন প্রার্থী। সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পুরুষ পদে ১০ জন ও সহসাধারণ সম্পাদক (এজিএস) নারী পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

সর্বাধিক পঠিত