শনিবার, 13 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

সাভারে মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার : সাভারে “মানসম্মত শিক্ষা ও নৈতিকতার অনুশীলন” প্রতিপাদ্যকে সামনে রেখে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আয়োজনে এই সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।


কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আবদুল আজিজ, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম এবং কলেজটির প্রতিষ্ঠাতা খায়রুল আলম চাকলাদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএমএ জামান।  


সুধী সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা শুধু ডিগ্রি বা চাকরির জন্য নয়। একজন মানুষকে পরিপূর্ণ ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই শিক্ষা। বর্তমান যুগে মানসম্মত শিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা চর্চা করা অপরিহার্য। পরিবার, শিক্ষক ও সমাজের সুধীজন সবাইকে একসঙ্গে এগিয়ে এসে শিক্ষার্থীদের চরিত্র গঠন এবং মান উন্নয়নে ভূমিকা রাখতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকভাবে শক্তিশালী না করতে পারলে শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সফল হবে না।


অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও সুধীজনের অনেকেই তাদের মতামত ব্যক্ত করেছেন। তারা শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নয়ন এবং মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টির জন্য কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সমাজে সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক গড়ে তুলতে সহায়তা করবে।
 

 

সর্বাধিক পঠিত