ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে মিল কারখানায় চলছে নিরব চাঁদাবাজি। এতে কারখানা কর্তৃপক্ষ চাঁদাবাজির টাকা গুনতে গুনতে অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে জানা গেছে।
এ নীরব চাঁদাবাজির ঘটনায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজউদ্দিন বিভিন্ন সভা-সমাবেশে চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে বলছেন, বিএনপি কোনো চাঁদাবাজের দল নয়। বিএনপির নাম ভাঙিয়ে যারা বিভিন্ন মিল কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে অতি গোপনে চাঁদাবাজি করে যাচ্ছেন, তাদের তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। আমরা কাউকে, অর্থাৎ কোনো চাঁদাবাজকে ক্ষমা করব না। আগামী দিনের রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তারেক রহমান বলেছেন কোনো চাঁদাবাজ ও সন্ত্রাসীর দলে জায়গা নেই।
এ জঘন্য কাজের সঙ্গে জড়িত তারা থেমে যান, নাহলে তাদের পরিণাম হবে ভয়াবহ। সম্প্রতি ধামরাই পৌরশহরের ভুলিভিটা এলাকায় স্নোটেক্স নিটওয়ার পোশাক কারখানায় একটি বিএনপি নেতার নাম ভাঙিয়ে মোটা অংকের চাঁদা দাবি করা হলে উক্ত শিল্প এলাকায় বিএনপি নেতা শিমুল বিশ্বাস এসে একটি সমাবেশ করেন। ওই সমাবেশেও চাঁদাবাজ সন্ত্রাসীদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।
বিএনপি নেতা আলহাজ্ব তমিজুদ্দিন বলেন, এক শ্রেণীর নেতাকর্মীরা বিএনপি’র নাম ভাঙ্গিয়ে বিভিন্ন মিল কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে নীরবে চাঁদাবাজি করে যাচ্ছেন। এ ব্যাপারে আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ এসেছে। আপনারা নিজে থেকে এ নিরব চাঁদাবাজি বন্ধ না করলে আমরা বন্ধের ব্যবস্থা করতে বাধ্য হবো। তবুও আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক এবং তার দলের রাজনীতি করি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সরেজমিনে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক মিল ফ্যাক্টরির প্রশাসনিক কর্মকর্তারা অভিযোগ করে বলেন, যেভাবে চাঁদাবাজির হার বেড়েছে, তাতে আমাদের পক্ষে কারখানা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। কাজেই বাধ্য হয়ে বিএনপির সিনিয়র নেতাদের কাছে বিষয়টি অবহিত করতে বাধ্য হয়েছি। আমরা হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান করেছি। আর চাঁদাবাজ সন্ত্রাসীরা চাচ্ছে এ কর্মসংস্থান বন্ধ করে দিতে। তাহলে এ দেশ অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়বে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই।
ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, কোনো চাঁদাবাজ সন্ত্রাসীকে ক্ষমা করা হবে না। সে যে দলের রাজনীতি করুক না কেন, আমরা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যথাযথ আইনগত ব্যবস্থা নেবো। চাঁদাবাজ সন্ত্রাসীরা এভাবে চাঁদাবাজি অব্যাহত রাখলে তাহলে জুলাই আন্দোলনের সার্থকতা বিনষ্ট হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই।