শনিবার, 13 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

চাকসু নির্বাচনে মনোনয়ন বিতরণ শুরু রোববার

চবি সংবাদদাতা : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে রোববার। আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

রোববার সকাল ৯টায় চাকসু নির্বাচন কমিশনের অফিসে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হবে। সোমবার থেকে মনোনয়নপত্র বিতরণ ও জমাদান কার্যক্রম শুরু হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, রোববার সকাল ৯টা থেকে আমরা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করব এবং আগামী তিন দিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই তিন দিনের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।

তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে হল সংসদের মনোনয়নপত্রের ফি নির্ধারণ করেছি ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের ফি নির্ধারণ করেছি ৩০০ টাকা। মনোনয়নপত্র সংগ্রহ করার সময় প্রার্থীকে ডোপ টেস্ট করার জন্য একটি কার্ড প্রদান করা হবে। পরে প্রার্থী কার্ডটি নিয়ে ৩৫০ টাকা ফি প্রদান করে চবি মেডিকেলে ডোপ টেস্টের নমুনা দিয়ে আসবেন।

উল্লেখ্য, তফশিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় সেপ্টেম্বরের ১ তারিখ। খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ করা হয় ২, ৩, ৪ সেপ্টেম্বর। এরপর ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা ১৩ সেপ্টেম্বর প্রকাশের সিদ্ধান্ত নেয় কমিশন। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৫, ১৬, ১৭ সেপ্টেম্বর। মনোনয়ন যাচাই-বাছাইয়ের তারিখ ১৮ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর (রোববার) অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। 

 

সর্বাধিক পঠিত