শনিবার, 13 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

হিন্দুরা আর কখনো একক দলের ভোট ব্যাংক হবে না : ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি

ঝিনাইদহ সংবাদদাতা : ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বলেছেন, ‘হিন্দুরা আর কখনো একক দলের ভোট ব্যাংক হবে না। আওয়ামী লীগ সব সময় হিন্দু সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। তবে এখন সময় এসেছে নতুন করে সব কিছু ভাবার।’

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা ঝিনাইদহ শিশু একাডেমি মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এসব কথা বলেন।

মজিদ বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা অবহেলিত ছিল। বিএনপি বিশ্বাস করে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে সবাই মিলে এই দেশ গড়া সম্ভব। এ লক্ষ্য নিয়ে আমাদের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।’

তিনি আরো বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীরা যেনো নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সে জন্য বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে।

 

আমরা সব ধর্ম ও বর্ণের মানুষের অংশগ্রহণে একটি নতুন সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে চাই।’

 

জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক মিলন কুমার ঘোষের সভাপতিত্বে ও সদস্যসচিব সমীর কুমার হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহসভাপতি মো. আক্তারুজ্জামান, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক চন্দন বসু, সদস্যসচিব অরুণ কুমার ঘোষ প্রমুখ।

 

সর্বাধিক পঠিত