ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে কৃষি জমিতে অগভীর নলকূপ বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে সড়ক নির্মাণ করছেন শামসুদ্দিন পীর সাহেব নামে ওলামা দলের সভাপতি। এতে ব্যাপক ভূমিধসের আশঙ্কা করছেন স্থানীয়রা। উপজেলার রোয়াইল ইউনিয়নের বহুৎ কুল তেমনি থেকে রোয়াইল ইউনিয়ন সদর পর্যন্ত দুই কিলোমিটার মাটির রাস্তা নির্মাণের কাজ চলছে। ১১ দিন যাবৎ ওই গভীর নলকূপ বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে এ রাস্তা নির্মাণের কাজ করা হলেও উপজেলা প্রশাসন বিষয়টি দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করছেন বলে ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, এলাকাবাসীর যাতায়াতের সুবিধার কথা চিন্তা করে উপজেলার রোয়াইল ইউনিয়নের বহুৎকুল তিন রাস্তার মোড় থেকে রোয়াইল ইউনিয়ন সদর পর্যন্ত দুই কিলোমিটার একটি মাটির রাস্তার অনুমোদন দেয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়। ক্ষমতার প্রভাব খাটিয়ে রাস্তাটির কাজ পান উপজেলা ওলামা দলের সভাপতি পির মো. শামসুদ্দিন চিশতি। রাস্তাটি নির্মাণের পূর্ব শর্ত হলো আশপাশের জমি থেকে কোনো প্রকার মাটি নেওয়া যাবে না। বাইরে থেকে মাটি বা বালু কিনে এনে এ রাস্তা নির্মাণ করতে হবে। অথচ ধামরাই উপজেলা ওলামা দলের সভাপতি পীর মো. শামসুদ্দিন চিশতি বালুমহল থেকে মাটি বা বালু না এনে স্থানীয় কৃষক মো. ফারুক হোসেনের জমিতে অগভীর নলকূপ বসিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে এই সড়ক নির্মাণ করছেন। এতে প্রবল ভূমিধসের আশঙ্কা করছেন স্থানীয় কৃষক সহ সমাজ সচেতন মহল।
এ ব্যাপারে ধামরাই উপজেলা ওলামা দলের সভাপতি পীর মো. শামসুদ্দিন চিশতি বলেন, এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগের কথা বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এই রাস্তাটির অনুমোদন দিয়েছেন। প্রবল বৃষ্টিপাতের কারণে ট্রাকযোগে বালবাহার থেকে বালু আনা সম্ভব হচ্ছে না। এছাড়া রাস্তার আশেপাশের জমি থেকেও কোনো মাটি নেওয়া যাবে না। এদিকে রাস্তা নির্মাণের নির্ধারিত সময়সীমা পার হয়ে যাওয়ার পথে। সেই বিবেচনা করে ফারুকের জমিতে ভূগর্ভস্থ বালু উত্তোলন করে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। এতে তেমন কোনো ভূমিধসের আশঙ্কা নেই।
এ ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামনুন আহমেদ অনিক বলেন, সরকারি অর্থায়নে সর্বসাধারণের জন্য রাস্তা নির্মাণের কাজ হলেও তার জন্য ভূগর্ভস্থ বালু উত্তোলনের কোনো বিধান নেই। এতে ভূমিধসের আশঙ্কা রয়েছে। কাজেই বিষয়টি নিয়ে আমার কাছে অভিযোগ করা হলে খতিয়ে দেখা হবে।