শনিবার, 12 জুলাই 2025
MENU
daily-fulki

সদস্যসচিবসহ ছাত্রদলের ২ নেতা বহিষ্কার

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আরো ২ নেতাকে বহিষ্কার করেছে ছাত্রদল। বহিষ্কৃতরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার অধীনস্থ চকবাজার থানা ছাত্রদলের সদস্যসচিব অপু দাস ও ছাত্রদলের নিষ্ক্রিয় নেতা মাহমুদুল হাসান মাহিন।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই দুই নেতাকে বহিষ্কারের কথা জানায় ছাত্রদল। 

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার অধীনস্থ চকবাজার থানা ছাত্রদলের সদস্যসচিব অপু দাসকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

এ ছাড়া মাহমুদুল হাসান মাহিন ২০১৮ সালের পূর্বে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে জড়িত থাকলেও দীর্ঘদিন ধরে কোনো সাংগঠনিক কার্যক্রমে জড়িত নেই। মাহিনকে প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে তারা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অপু ও মাহিনের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ এবং অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানান।

 


News Writer

SB

সর্বাধিক পঠিত