শনিবার, 13 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

আজ রাতে টাইগারদের লঙ্কা পরীক্ষা

ফুলকি ডেস্ক :এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে আসল পরীক্ষা আজ রাতেই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা-এশিয়ার অন্যতম শক্তিশালী দল। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে লিটন কুমার দাসদের এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

বাংলাদেশের সবচেয়ে বড় জোর হলো শ্রীলঙ্কার বিপক্ষে তাদের সাম্প্রতিক সাফল্য। লঙ্কানদের ঘরে গিয়ে বাংলাদেশ শেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। সেই অভিজ্ঞতা এবার এশিয়া কাপে টাইগারদের আত্মবিশ্বাসী করে তুলতে পারে। অন্যদিকে শ্রীলঙ্কা সদ্য শেষ হওয়া হোম সিরিজে ভারতের বিপক্ষে হেরেছে, তবে তাদের স্পিন আক্রমণ বরাবরই ভয়ংকর।

 

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই হয়েছে মোট ২০ বার। এর মধ্যে শ্রীলঙ্কা জয় পেয়েছে ১২ বার, বাংলাদেশ জিতেছে আট বার। তবে শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে তিনটিতে, যা স্পষ্ট ইঙ্গিত দেয় প্রতিদ্বন্দ্বিতা এখন অনেকটাই সমান হয়ে আসছে।


বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী হিসেবে থাকবেন পারভেজ ইমন। মিডল অর্ডারে লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারি ও জাকের আলী অনিক দলের রানের জোগান দিতে পারেন। তবে ধারাবাহিকতা ধরে রাখা হবে আসল চ্যালেঞ্জ।


অন্যদিকে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস শুরুতে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন, মাঝখানে চারিথ আসালঙ্কা ও দাসুন শানাকা বড় রানের ভরসা।

বোলিং আক্রমণে বাংলাদেশ বেশ বৈচিত্র্যময়। মোস্তাফিজ, তাসকিন, শরীফুল আর সাইফুদ্দিন মিলে পেস আক্রমণ শক্তিশালী করেছে। স্পিনে ভরসা রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। অন্যদিকে শ্রীলঙ্কার স্পিন ডিপার্টমেন্টে হাসারাঙ্গা ও থিকশানা বরাবরই কার্যকর, সঙ্গে দুস্মন্ত চামিরা ও পাতিরানার পেস আক্রমণ ভয় জাগানো।


বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। অতীতের এশিয়া কাপগুলোতে দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার নজির আছে। এবারও ম্যাচের ফল নির্ভর করবে মানসিক দৃঢ়তা আর চাপ সামলানোর দক্ষতার ওপর। সব মিলিয়ে টাইগারদের সামনে আজ ডাবল চ্যালেঞ্জ-শ্রীলঙ্কার শক্তিশালী স্পিন আক্রমণ সামলানো এবং ব্যাটিং লাইনআপকে ধরে রাখা। যদি টপ অর্ডার ভালো শুরু দিতে পারে এবং বোলাররা পাওয়ার প্লেতেই উইকেট তুলতে পারেন, তবে টাইগারদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। সেই জয়ই বাংলাদেশকে এগিয়ে নেবে এশিয়া কাপের সুপার ফোরের পথে।

 

সর্বাধিক পঠিত