দেশের অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির কারণে ফেনী ও কুমিল্লা অঞ্চলে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। বন্যাদুর্গত এলাকার মানুষদের সাহায্য করতে বিএনপির পক্ষ থেকে মনিটরিং সেল গঠন করা হয়েছে। যা ‘গুলশান চেয়ারপার্সন অফিস মনিটরিং সেল’ নাম দেওয়া হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিএনপির পক্ষ থেকে তিনি বলেছেন, ‘অতিবৃষ্টি ও উজানের পানিতে বন্যার সৃষ্টি হয়েছে। এছাড়াও সিলেট, নোয়াখালী, কক্সবাজার এলাকায়ও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠন নেতাকর্মীরা ত্রাণ বিতরণ করছেন। এই কার্যক্রমকে জোরদার করতে বিএনপি স্থায়ী কমিটি সদস্য, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কমিটির প্রধান ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে গত ৮ জুলাই মনিটরিং কমিটি কাজ করছেন।