আওয়ামী লীগ সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের দখলে থাকা স্থানীয়দের জমি উদ্ধার ও তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কানখরদি এলাকায় বিক্ষোভ ও মানববন্ধনে এই দাবি জানানো হয়। এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গুনবহা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় সাহা প্রমুখ।
মানববন্ধন চলাকালে স্থানীয় কয়েকটি পরিবারের সদস্যরাও আব্দুর রহমানের দখলে থাকা জমি ফেরত চেয়ে বক্তব্য দেন। বক্তারা বলেন, আব্দুর রহমান এমপি-মন্ত্রী হওয়ার পর স্থানীয় অনেকের জমি জোর করে দখল করেন। যারা জমি দিতে রাজি হননি তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন। অনেকের জমি লিখে নিলেও তাদের প্রাপ্য টাকা দেননি।
তারা বলেন, জমি দখলের মাধ্যমে আব্দুর রহমান বিশাল সম্পদ গড়েছেন। তার বিশাল একটি বাহিনী রয়েছে। হাসিনার পতনের পর তিনি দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো দাপিয়ে বেড়াচ্ছে, তারা আব্দুর রহমানের জমি দেখাশোনা করছেন। কেউ তার জায়গা বুঝে নিতে গেলে তার ওপর হামলা করে মামলার ভয় দেখানো হয়। একই সঙ্গে ইন্টারপোলের মাধ্যমে আব্দুর রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। কর্মসূচিতে সাতৈর ইউনিয়নের কানখরদী গ্রামের কয়েকশ মানুষের সঙ্গে স্থানীয় ও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়।