সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
MENU
#
dailyfulki
daily-fulki

জাকসু নির্বাচনের ফল প্রকাশে কেন এই ধীরগতি

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ফল ঘোষণা করার কথা ছিল। তবে রাতে জানানো হয়, শুক্রবার সকালে জানা যাবে ভোটের ফল। পরে জানানো হয়, দুপুরে ফল প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন সর্বশেষ জানিয়েছে, ফল জানাতে অনেক রাত হতে পারে।


এদিকে শনিবার রাত ২টা পর্যন্ত জাকসু নির্বাচনের ভোট গণনা চলছিল। এর আগে রাত ৮টায় হল সংসদ নির্বাচনে ২১টি হলের মধ্যে ২০টির ভোট গণনা শেষ হয়।

নির্বাচনের ফল পেতে কেন এত দেরি হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম জানান, শুরুতে ওএমআর মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভোটগণনার প্রস্তুতি থাকলেও প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করে ম্যানুয়াল (হাতে) পদ্ধতিতে ভোট গণনা করা হয়। এ ধরনের গণনায় স্বাভাবিকভাবেই সময় বেশি লাগে।


নির্ধারিত সময় সকাল ৯টার কিছু পর কয়েকটি হলে ভোটগ্রহণ শুরু হয় এবং দু-একটি হলে ভোটগ্রহণ কিছু সময়ের জন্য স্থগিতও ছিল। বিশেষ করে দুটি বড় হলে দুপুর পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকলেও বিকেলে হঠাৎ ভিড় বেড়ে যায়। 
তিনি বলেন, নিয়ম অনুযায়ী, লাইনে আসা সব ভোটারকে ভোট দেওয়ার সুযোগ দিতে গিয়ে ভোটগ্রহণ শেষ হতে রাত সাড়ে ৯টা পর্যন্ত সময় লেগে যায়। হঠাৎ করে ম্যানুয়াল পদ্ধতিতে ভোটগণনার সিদ্ধান্ত নেওয়ায় শুরুতে প্রয়োজনীয় প্রস্তুতি ও অভিজ্ঞতা না থাকায় গণনার গতি ছিল ধীর।

পরবর্তী সময়ে সেই গতি কিছুটা বাড়ে। শুরুতে সিনেট ভবনে পাঁচটি টেবিলে ভোটগণনা শুরু হয়, যেগুলো সিসিটিভির আওতায় ছিল। পরদিন সকালে টেবিলের সংখ্যা বাড়িয়ে ১০ করা হয় এবং সেগুলোকেও সিসিটিভির আওতায় আনা হয়, যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। রাতে বেশির ভাগ হলে পোলিং অফিসাররা উপস্থিত থাকলেও অনেকে অনুপস্থিত ছিলেন। নিয়ম অনুযায়ী, তাদের উপস্থিতিতেই ব্যালট বক্স খোলা ও ভোটগণনার কাজ সম্পন্ন হওয়া উচিত।

কিছু ক্ষেত্রে রিটার্নিং অফিসারের উপস্থিতি নিশ্চিত করতে সময় লেগে যায়, যা দেরির আরেকটি কারণ ।

 

সর্বাধিক পঠিত