বাগেরহাটের চিতলমারীতে প্রায় ২২ বছর পর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) উপজেলা মিলনায়তনে এ সম্মেলন হয়।
সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলার সাত ইউনিয়নের ৪৯৭ জন ভোটার সরাসরি ব্যালক পেপারে তাদের ভোট দেন।
বিকেল ৩টায় শুরু হওয়া ভোটগ্রহণ শুক্রবার রাত ৮টায় এ প্রতিবেদন লেখার সময় চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দীর্ঘ দুঃশাসন থেকে মুক্তি পেয়ে দেশের মানুষ বিএনপির নেতৃত্বে নতুন জীবনে প্রবেশ করেছে। দেশের আরো সমৃদ্ধি ও উন্নতির পথে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করে যেতে হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে সম্মেলনের উদ্বোধনীপর্বে বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, বাগেরহাট ১ আসনের নির্বাচনী মনিটরিং টিমের আহ্বায়ক শমসের আলী মোহন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হিসেবে রয়েছেন মোমিনুল হক টুলু বিশ্বাস (প্রতীক-আনারস), আহসান হাবীব ঠান্ডু (প্রতীক-চেয়ার) ও মোহাম্মদ আব্দুল্লাহ (প্রতীক-ছাতা)। সাধারণ সম্পাদক পদে প্রার্থী শরিফুল হাসান অপু (প্রতীক-ফুটবল) ও মো. শিপন মুন্সি (প্রতীক মোরগ)। সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী আইনজীবী ফজলুল হক (প্রতীক মাছ), শফিকুল ইসলাম বাবু (প্রতীক বাইসাইকেল), মো. কামরুজ্জামান স্বাধীন ফকির (প্রতীক কবুতর), মো. রেজাউল শেখ (প্রতীক আম), শিব্বির আহম্মদ শিপলু (প্রতীক গোলাপ)।