বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

মসজিদ থেকে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর রাণীনগরে মসজিদ থেকে তামিম হোসেন (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার কালীগ্রাম ডাকাহার পাড়া মুন্সিপুর মদিনাতুল উলুম হাফেজিয়া ক্বওমি মাদরাসায় এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষার্থী তামিম হোসেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার খড়েরবাড়ী গ্রামের সাইদুল ইসলামের ছেলে।  

মাদরাসার হিফয্ বিভাগের শিক্ষক রিফাত হোসেন জানান, তামিম হিফয্ বিভাগের ছাত্র।

গত ৩ দিন ধরে গলায় টনসিল হওয়ার কারণে জ্বরে ভুগছিল। শুক্রবার দুপুরে অন্যান্য ছাত্ররা পাশের গ্রামে জামে মসজিদে জুমার নামাজ পড়তে গেলে তামিম নামাজে যায়নি। নামাজের পর সবাই মাদরাসায় এসে দুপুরের খাবারের সময় তামিমকে দেখতে পাওয়া যায়নি। পরে খাবার শেষে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে মাদরাসার ওয়াক্তিয়া মসজিদের ভতরে তীরের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

পরে রশি কেটে তার নিথর দেহ নামানো হয়।

মাদরাসার মুহতামিম রেজুয়ানুল ইসলাম দুলাল জানান, মাদরাসা ছুটি থাকায় তিনি বাড়িতে ছিলেন। নামাজের পর মাদরাসার একজন শিক্ষক তাকে ফোন করে বিষয়টি জানান। আসলে কিভাবে কি হয়েছে তা তিনি বলতে পারছেন না।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ইতিমধ্যে প্রয়োজনীয় তদন্ত শুরু করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।’

 

সর্বাধিক পঠিত