সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
MENU
#
dailyfulki
daily-fulki

জাকসুর বাকি ভোট হাতেই গণনা হবে

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের বাকি ভোট হাতেই গণনা করা হবে। নির্বাচন কমিশনের বরাতে জাকসু সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে জাকসুর ভোট গণনা এখন থেকে শুরু হবে।


এর আগে হাতে ২০ হলের ভোট গণনা শেষে গণনার পদ্ধতি কী হবে, তা নিয়ে জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন। আজ বিকেলে নির্বাচন কমিশনের সদস্য ও কতিপয় প্রার্থীর দাবির পরিপ্রেক্ষিতে এ বৈঠক বসে। বৈঠক শেষে বাকি ভোট হাতেই গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সর্বাধিক পঠিত