শনিবার, 13 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

ধামরাইয়ে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে হত্যা মামলা ও সাংবাদিক পেটানোসহ একাধিক মামলার আসামি গাঙ্গুটিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোলাইমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ধামরাই থানার এসআই এসএম কাউসার সুলতান।

পুলিশ সূত্রে জানা গেছে, বনেরচর গ্রামের মনোয়ার হোসেন হত্যা মামলার আসামি, জালসা গ্রামের বৃদ্ধ ফজলুল হককে হত্যা চেষ্টার মামলার আসামি, দৈনিক যুগান্তর পত্রিকার ধামরাই প্রতিনিধি সাংবাদিক শামীম খানকে হত্যার চেষ্টাসহ একাধিক মামলার আসামি সোলায়মান হোসেন। তিনি দীর্ঘদিন ধরে সাভার ক্যান্টনম্যান্ট নবীনগরের ডিওএইচএস এলাকায় আত্মগোপনে ছিলেন।


বৃহস্পতিবার রাতে তিনি নিজ বাড়ি ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের জালসা গ্রামে আসেন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ সেখান থেকে তাকে আটক করে।


এলাকাবাসী ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন ১৫ বছর জোরপূর্বক কৃষকের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করে কোটি কোটি টাকার হাতিয়ে নিয়েছেন। ওই সময় তার বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পেত না।


মামলা-হামলার ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক এলাকার নিরীহ কৃষকদের ফসলি জমি থেকে গভীর গর্ত করে মাটি কেটে নিতেন। মাটি কাটতে বাধা দিলেই তার সন্ত্রাসী বাহিনী দিয়ে কৃষকের ওপর হামলা চালাতেন। অনেকের নামে মামলা দিয়ে হয়রানি করেছেন।
এলাকাবাসী আরো জানায়, সোলায়মানের মাটি কাটাকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে।

এতে বিএনপির কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কাসেমকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
ভুক্তভোগী সাংবাদিক শামিম খানের ছেলে ইমরান খান বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে রিপোর্ট করায় সোলায়মান আমার বাবার ওপর হামলা করে হত্যাচেষ্টা করে। এ ঘটনায় মামলাও করা হয়েছে।’

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বাধিক পঠিত