জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান, প্রক্টর এ বি এম রাশিদুল আলম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপাচার্য কামরুল আহসান বলেন, আমাদের সহকর্মীর এমন আকস্মিক মৃত্যুতে আমরা সবাই শোকাহত। এ মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তা’আলা আমাদের সকলকে এবং তার পরিবারকে এ শোক কাটানোর তৌফিক দান করুক। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
উল্লেখ্য, সকাল আটটায় ভোট গণনার উদ্দেশ্যে সিনেট ভবনের নির্বাচন কমিশনের অফিসে আসেন এবং রুমে প্রবেশের সময় হঠাৎ দরজায় পড়ে যান। এরপর দ্রুত অ্যাম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।