শনিবার, 12 জুলাই 2025
MENU
daily-fulki

ব্রহ্মপুত্রে নৌকাডুবিতে বড় বোন নিহত, ছোট বোন নিখোঁজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিলা আক্তার (১৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে তার ৯ বছর বয়সী ছোট বোন নিহা আক্তার। আহত হয়েছেন বাবা আব্দুর রহমান (৫৫) ও মা নিপা আক্তার (৪০)।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে এ হতাহতের ঘটনা ঘটে।

তাদের বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়ায়।

নিহত নিলা গুরুদয়াল সরকারি কলেজের এইচএসসির শিক্ষার্থী। তার নিখোঁজ ছোট বোন নিহা আক্তার (৯) চতুর্থ শ্রেণির ছাত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে ভাঙ্গারি ব্যবসায়ী আব্দুর রহমান সপরিবারে পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি বেড়াতে যান।

সেখানে গিয়ে ছোট্ট ডিঙ্গি নৌকা ভাড়া করে ব্রহ্মপুত্র নদে ঘুরতে বের হন। কিছুক্ষণ পর বড় একটি ট্রলারের ঢেউয়ে ডিঙ্গি নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করলেও ৯ বছরের নিহা আক্তারকে খুঁজে পায়নি। তিনজনকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিলাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নিখোঁজ নিহাকে উদ্ধার করতে পারেননি তারা। 

স্থানীয়রা জানান, ব্রহ্মপুত্র নদের পাশে দক্ষিণ চরটেকি এলাকাটি সম্প্রতি পর্যটন স্পট হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে। এখানে প্রতিদিন বহু লোক ঘুরতে যায়। তবে সেখানে নৌযানগুলো খুবই ছোট।

আর নিরাপত্তামূলক ব্যবস্থা নেই বললেই চলে। 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াৎ হোসেন নৌ দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যার পরও উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে। নিখোঁজের সন্ধান না পাওয়া পর্যন্ত তা চলবে। 

 


News Writer

SB

সর্বাধিক পঠিত