বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

৫৪৭ শিক্ষকের এমপিও নিয়ে যে সিদ্ধান্ত মাউশির

স্টাফ রিপোর্টার : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়া ৫৪৭ জন শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার তথা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে স্কুলের ৩৬৭ জন এবং কলেজের ১৮০ জন শিক্ষক রয়েছেন।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। প্রতি বিজোড় মাসে নিয়ম করে এই সভা আয়োজন করে মাউশি।

 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এমপিওপ্রাপ্ত ৫৪৭ শিক্ষক ও কর্মচারীর মধ্যে স্কুলে বরিশাল অঞ্চলে ২৩ জন, চট্টগ্রাম ২, কুমিল্লা ২, ঢাকা ৩৪, খুলনা ৪০, ময়মনসিংহ ৩২, রাজশাহী ৯৮, রংপুর ১৩১ এবং সিলেট অঞ্চলে ৫ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। অন্যদিকে কলেজে, বরিশাল অঞ্চলে ২৭ জন, চট্টগ্রাম ২, কুমিল্লা ৪, ঢাকা ৪০, খুলনা ৯, ময়মনসিংহ ৯, রাজশাহী ৪১, রংপুর ৪৩ এবং সিলেট অঞ্চলে ৫ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।

 

মাউশির এক কর্মকর্তা জানান, এটা রুটিন ওয়ার্ক। এর মাধ্যমে অনেকের দীর্ঘদিনের এমপিওপ্রাপ্তির বিষয়গুলোর অবসান হয়ে থাকে।

 

 

সর্বাধিক পঠিত