বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

ভারি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

স্টাফ রিপোর্টার : ভারি বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জলবদ্ধতার কারণে যানজট সৃষ্টি হয়, এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা।

টানা কয়েক দিনের তীব্র তাপপ্রবাহের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর আকাশে মেঘ ছিল। আজ বেলা ১১টার দিকে আগে ও পরে বৃষ্টির ভ্যাপসা গরম থেকে কিছুটা মুক্তি মিলেছে ঢাকায়।

আবহাওয়া অধিদপ্তর ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। তবে অল্প সময়ের বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েন নগরবাসী ও পথচারীরা।

বৃষ্টিতে রাজধানীর মিরপুর, কালশী, হাতিরঝিল, মৌচাক, শান্তি নগর, সিদ্ধেশ্বরী রোড, মগবাজারের ওয়ারলেস রেলগেট এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ জবির বলেন, ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যেটুকু হয়েছে ভারি বৃষ্টি হয়েছে। আজ আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই ভারি বৃষ্টির ফলে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে।

 

সর্বাধিক পঠিত