বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

নওগাঁ সংবাদদাতা : নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী জুথি’র (২২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কাঁঠালতলী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জুথি সদর উপজেলার আনন্দনগর মৃধাপাড়ার বাসিন্দা ঝুন্টু প্রামানিকের মেয়ে।

 

নিহতের বাবা ঝুন্টু প্রামানিক জানান, প্রায় এক বছর আগে জুথি ঢাকার গাজীপুরের বাসিন্দা তানভীর রহমান নামে এক ছেলেকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর জানা যায়, তানভীরের আরও এক স্ত্রী রয়েছে। এরপর বিষয়টি নিয়ে জুথি ও তার স্বামীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে জুথি নওগাঁ চলে আসে এবং স্বামীর নামে আদালতে মামলা দায়ের করেন।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সেই মামলার শুনানির দিন। কোর্টে যাওয়ার উদ্দেশে সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় প্রধান সড়কের পাশে একটি মাইক্রোতে দাঁড়িয়ে ছিলেন তানভীর রহমান। জুথি সড়কের পাশে দাঁড়ালে তানভীর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এরপর স্থানীয়রা গুরুতর আহত জুথিকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত জুথির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত তানভীর রহমানকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন থানায় ওয়্যারলেস মেসেজ দেওয়া হয়েছে। এ ঘটনায় নিহত জুথির বাবা ঝুন্টু প্রামানিক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

 

সর্বাধিক পঠিত