বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

জাকসু : ছাত্রদলের অভিযোগে সিদ্ধান্ত বদল, ভোট গণনা হবে হাতে

জাবি প্রতিনিধি : ছাত্রদলের অভিযোগের পরিপ্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু নির্বাচনে ভোট হাতে গণনা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার দুপুরে জাকসু নির্বাচন কমিশনের সদস্য ও ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহি সাত্তার এই তথ্য জানান।

তিনি বলেন, “আমরা প্রথম দিকে ব্যালট পেপার ওএমআর মেশিনে গণনা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু মেশিনে ভোট গণনার বিষয়ে একটি ছাত্র সংগঠন (ছাত্রদল) অভিযোগ দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা কমিশনের পক্ষ থেকে ভোট ম্যানুয়ালি গণনা করার সিদ্ধান্ত নিয়েছি।”

 

এর আগে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদী হাসান জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, “নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতার মালিকানাধীন কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সরবরাহ করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে আমরা প্রশাসনকে অবহিত করি। তখন চাপের মুখে তাৎক্ষণিকভাবে প্রশাসন ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়।

 

সর্বাধিক পঠিত