বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের ইন্সপেক্টর ও গুলশান থানার সাবেক ওসি গ্রেপ্তার


টাঙ্গাইল সংবাদদাতা : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক তদন্ত) মো. আমিনুল ইসলামকে একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে মির্জাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নিয়ে এসেছেন বলে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম নিশ্চিত করেছেন।


গ্রেপ্তারকৃত পুলিশের ইন্সপেক্টর আমিনুল ইসলাম রাজধানী ঢাকার গুলশান থানার সাবেক পরিদর্শক (তদন্ত) ছিলেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং মির্জাপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পুলিশের পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম রাজধানী ঢাকার গুলশান থানায় কর্মরত অবস্থায় তার নামে মামলা দায়ের হয়। ওই মামলায় তিনি পলাতক ছিলেন এবং তার নামে কোর্ট থেকে ওয়ারেন্ট হয়। গত জুলাই-আগস্ট আন্দোলনের পর নিজের দায় এড়ানোর জন্য তিনি গোপনে টাঙ্গাইলের মির্জাপুরে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ইন্সপেক্টর (পরিদর্শক তদন্ত) হিসেবে যোগদান করেন। তার নামে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তারের জন্য মির্জাপুর থানায় ওয়ারেন্ট আসে এবং গতকাল বুধবার রাতে মির্জাপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ইন্সপেক্টর আমিনুল ইসলাম রাজধানী ঢাকার গুলশান থানার সাবেক পরিদর্শক (তদন্ত) এবং বর্তমানে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার নামে মামলার ওয়ারেন্ট থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বাধিক পঠিত