শনিবার, 12 জুলাই 2025
MENU
daily-fulki

পুরান ঢাকায় হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিন। এছাড়া র‌্যাব দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। 
পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে মামলার আসামি মাহমুদুল ও  রবিনকে গ্রেপ্তার করে। এ সময় রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

ডিএমপির মুখপাত্র বলেন, প্রাথমিকভাবে জানা যায়, ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্ব শত্রুতার জেরে ওই ঘটনা সংঘটিত হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 


 


News Writer

SB

সর্বাধিক পঠিত