শনিবার, 13 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

আশুলিয়ায় জুয়ার আসর থেকে ৫ জন গ্রেপ্তার


আশুলিয়া প্রতিনিধি :  আশুলিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় ওই আসর থেকে জুয়া খেলার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়।


মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল শান্তিনগর এলাকার মাহমুদুলের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলো-জামালপুর জেলার মাদারগঞ্জ থানার তেগরিয়া এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মোঃ সোহেল (৩৬), নেত্রকোনা জেলার সদর থানার ষাটকাহন এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ রফিক (৩২), নাটোর জেলার বাগাতিপাড়া থানার শরানপুর আহসান আলী প্রামাণিকের ছেলে সুমন আলী (৩০), টাঙ্গাইল জেলার মধুপুর থানার দানববান্ধা এলাকার শাহাবুদ্দিনের ছেলে মতিন (৫০) ও আশুলিয়ার এনায়েতপুর এলাকার আলমগীরের ছেলে সোহেল রানা (৩৮)।


পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বাইপাইল শান্তিনগর এলাকার মাহমুদুলের বাড়ির উঠানে জুয়ার আসর চলছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে আটক করা হয়। এ সময় ওই আসর থেকে নগদ ৩ হাজার ৩৯০ টাকাসহ তিন বান্ডিল খোলা তাস ও তিন বান্ডিল অব্যহৃত নতুন তাস উদ্ধার করা হয়।


আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
 

 

সর্বাধিক পঠিত