আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের মামলায় আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন খান (৬৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
এরআগে মঙ্গলবার বিকেল ৪টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গাজীবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন খান (৬৩) আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের গাজীবাড়ী এলাকার মৃত সওদাগর আলী খানের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গাজীবাড়ী এলাকা থেকে জসিম উদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়। তিনি শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন বলেও জানায় পুলিশ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান (ওসি) জানান, বৈষম্য বিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বুধবার) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।