বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল পিটার মুরের। এবার আর সেই ক্রিকেটারকে দেখা যাবে না জাতীয় দলের জার্সিতে। ৩৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের হয়ে খেলেছেন এই উইকেটকিপার ব্যাটার।
জিম্বাবুয়ের হারারেতে জন্ম নেওয়া মুরের আন্তর্জাতিক যাত্রা শুরু হয় ২০১৪ সালের নভেম্বরে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে। এরপর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি (২০১৬) ও নিউজিল্যান্ডের বিপক্ষে (২০১৬)
টেস্ট অভিষেক। জিম্বাবুয়ের হয়ে আটটি টেস্ট খেলেছেন তিনি। তার ওয়ানডে ও টি-টোয়েন্টির সব ম্যাচও তাদের সঙ্গে।
পরবর্তীতে আয়ারল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। দাদির সূত্রে আইরিশ পাসপোর্ট পাওয়া মুর ২০২২ সালের অক্টোবরে জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করেন। ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষে সফরে আয়ারল্যান্ডের টেস্ট দলে প্রথম ডাক পান। সবমিলিয়ে আয়ারল্যান্ডের হয়ে খেলেছেন ৭টি টেস্ট।
তবে নতুন দেশের হয়ে মুর ততটা উজ্জ্বল হতে পারেননি। যেখানে জিম্বাবুয়ের হয়ে ৩৫.৫৩ গড়ে করেছিলেন পাঁচটি হাফ সেঞ্চুরি। সেখানে আয়ারল্যান্ডের হয়ে ১৪.৩৫ গড়ে আসে কেবল একটি হাফ সেঞ্চুরি, সেটিও নিজের জন্মভূমি জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটাই হয়ে রইল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।
এতেই মুর হয়ে গেলেন ইতিহাসের ১৭তম ক্রিকেটার, যিনি দুই দেশের হয়ে টেস্ট খেলেছেন।