ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা এবং তা পুনর্বহালের দাবিতে আবারও দুই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে স্থানীয়দের অবরোধের কারণে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মহাসড়ক দুটিকে অবরোধ করেন স্থানীয় এলাকাবাসী। এতে সম্পূর্ণ যান চলাচল বন্ধ রয়েছে মহাসড়ক দুটিতে। মহাসড়ক দুটির একাধিক স্থানে গাছের গুড়ি এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা।
এর আগে একই দাবিতে গত মঙ্গলবার সড়কের উপর গাছ কেটে ও গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে দুই মহাসড়কের প্রায় ৮টি স্পটে অবস্থান নেন বিক্ষুব্ধরা। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যান চলাচল বন্ধ হয় যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, হামিরদী, মাধবপুর ও নওয়াপাড়া বাসস্ট্যান্ড, এবং ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় ওই দুই ইউনিয়নের জনগণ মহাসড়ক দুটি অবরোধ করে। এতে ওই দুই মহাসড়কে যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন আটকে যায়। রোদ থেকে বাঁচতে অনেকেই মহাসড়কে সামিয়ানা টানিয়ে অবস্থান নিয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, বুধবারও সড়ক অবরোধ করেছে এলাকাবাসীর। তারা বলছে দাবি তা পূরণ না হলে তারা রাস্তা ছাড়বে না। এত মানুষ একসঙ্গে নিয়ন্ত্রণ করা কঠিন কাজ, তবু পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে পুলিশ।
এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা গণমাধ্যমকে বলেন, আন্দোলনকারীদের যে দাবি তা জাতীয় পর্যায়ের বিষয়। এখানে আসলে স্থানীয় প্রশাসনের করার কিছুই নেই। এটার সমাধান স্থানীয়ভাবে অসম্ভব। এলাকাবাসী তাদের দাবি সম্বলিত যে স্মারকলিপি দিয়েছিল তা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। সেখান থেকে কোনো নির্দেশনা আমরা পাইনি।
জানা যায়, গত ৪ সেপ্টেম্বর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এ তালিকায় ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে (সালথা-নগরকান্দা) অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি নির্বাচন কমিশন হতে প্রকাশের পর থেকে ভাঙ্গা উপজেলাবাসীসহ ওই আসনের কাজ করা রাজনৈতিক নেতাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
সীমানা পুনর্বহালের দাবিতে গত ৫ সেপ্টেম্বর সকালে ও সন্ধ্যায় দুই দফায় ৯ ঘণ্টা ভাঙ্গা উপজেলা দিয়ে যাওয়া ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ এবং ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ ও টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এদিনও দুটি মহাসড়কের অন্তত ২১টি জেলার সব ধরনের যান চলাচল ৪ ঘণ্টা বন্ধ থাকে।