বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

ডাকসু নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র হয়েছে : সাদিক কায়েম


স্টাফ রিপেোর্টার : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের  ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, এই নির্বাচন বানচালের জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিনেট ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  


সাদিক কায়েম বলেন, আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম ইউ ল্যাবে যে সেন্টার আছে সেখানে পোলিং এজেন্ট যারা আছে এবং  অবজারভার যারা আছে তাদেরকে ঢুকতে দেয়া হয়নি প্রায় আড়াই ঘন্টা। এরপরে একুশে হলে দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি। আমাদের অবস্থান পরিষ্কার। যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। তাদেরকে এরেস্ট করতে হবে। থানায় দিতে হবে। তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদের খুঁজে বের করতে হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে নির্বাচন বানচালের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে সকলকে যেনো দৃষ্টান্তমূলক বিচারে আওতায় আনা হয়। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আহ্বান করব, এই ডাকসু নির্বাচন এটা  শহীদের আকাঙ্ক্ষা। জুলাইয়ের আকাঙ্ক্ষা। এই ডাকসু নির্বাচন সফল করা আমাদের সকলের একান্ত দায়িত্ব। এই নির্বাচন বানচালের জন্য যারা চেষ্টা করছে তাদেরকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমরা যাদেরকে বন্ধুপ্রতিম মনে করি যারা জুলাই সহযোদ্ধা ছিলাম।

সাদিক কায়েম আরো বলেন, যারা এভাবে ষড়যন্ত্র করছেন তাদেরকে আমরা হুঁশিয়ারি করতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু করেছিল। খুনি হাসিনার পতন করেছিল। যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনা ও ছাত্রলীগের থেকে ভয়ানক হবে।

এই ভিপি প্রার্থীর ভাষ্যে, নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই। আমরা সকলেই জুলাই সহযোগী ছিলাম। আমরা সকলে একসাথে আন্দোলন করে দেশে আজাদী এনেছি। এখন জুলাই পরবর্তীতে আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই তাহলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীরা যাকেই বেছে নেবে আমরা তাকেই মেনে নেব। শিক্ষার্থীদের উপর  যদি আমরা আমাদের জোরপূর্বককোন কিছু চাপাই দিতে চাই তাহলে এটা হিতের বিপরীত হবে।

 

সর্বাধিক পঠিত