বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

ছাত্রদল-শিবিরের মধ্যে ক্ষমতা ভাগাভাগি হয়েছে : আব্দুল কাদের

স্টাফ রিপোর্টার : ডাকসু নির্বাচনে ছাত্রদল-শিবির ও জামায়াত-বিএনপির মধ্যে ক্ষমতার ভাগাভাগি হয়েছে বলে মন্তব্য করেছেন ভিপি প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

আব্দুল কাদের তার পোস্টে বলেন, ‘ছাত্রদল-শিবির, জামাত-বিএনপির ক্ষমতা ভাগাভাগি হয়েছে আজ, ছাত্রসংসদ নির্বাচন হয়নি। এই দুই দলের ক্ষমতা ভাগাভাগির কাজে লিপ্ত ছিল ভিসি-প্রক্টর এবং প্রভোস্ট-ডিনরা।

তিনি আরো বলেন, ‘অথচ এই ভিসি-প্রক্টর-ডিন-প্রভোস্ট সবাই শিক্ষার্থীদের রক্ত মাড়িয়ে চেয়ারে বসেছেন। চেয়ারে বসে শিক্ষার্থীদের দিকটা জলাঞ্জলি দিয়ে রাজনৈতিক দলের গোলাম হয়ে তাবেদারি করছেন।’

 

সর্বাধিক পঠিত