ঢাবি প্রতিনিধি : ডাকসু নির্বাচনে ভোট দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাজির হয়েছেন বাম দল সমর্থিত প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু। তবে ভোট দিতে এসে তিনি অভিযোগ করেছেন, বড় দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে।
তবে এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘এটা খুবই ইতিবাচক, আমরা এখন পর্যন্ত যা দেখছি, যদি এই ধারা অব্যহত থাকে, যদি ভোটার টার্নআউট অব্যহত থাকে, তাহলে চমৎকার নির্বাচন হতে যাচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘প্রচণ্ড স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে। এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা চেয়েছিলাম। এটা অব্যহত থাকলে আমরা ভালো একটা ফলাফল দেখতে যাচ্ছি।’
ভোট গ্রহণের পরিবেশ নিয়ে তার অভিমত, বেশ শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এরপরও যে শিক্ষার্থীরা ভোট দিতে আসেননি এখনও, তাদের প্রতিও বার্তা দিয়েছেন মেঘমল্লার। তিনি বলেন, ‘ভোটারদের জানাতে চাই, ভোটের পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ, আপনারা এখনও যারা ভোট দিতে আসেননি, তারা প্লিজ ভোট দিতে রওয়ানা হন। যারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আছেন, প্লিজ ভোট দিতে চলে আসুন। আপনার ভোটটা কাস্ট করেন। আপনার যাকে যোগ্য প্রার্থী মনে হয়, তাকে কাস্ট করেন।’
এরপরই তিনি অভিযোগ তোলেন পক্ষপাতের। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ছোট ছোট অভিযোগ নানান ক্ষেত্রে পাওয়া যাচ্ছে। বড় দলের প্রতি পক্ষপাতের অভিযোগ আমরা একরকম মেনে নিয়েই মাঠে নেমেছি। সে অভিযোগও পাওয়া যাচ্ছে।’
পক্ষপাতের অভিযোগ তুলেও কেন ‘শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে’ বলছেন কেন, তার একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি। বললেন, ‘যে কাঠামোগত প্রতিবন্ধকতা আছে, কিন্তু ভোটাররা ব্যাপকভাবে উপস্থিত হয়, তাহলে কোনো ম্যানিপুলেশন, কোনো ইঞ্জিনিয়ারিং সম্ভব হবে না। যদি ৪০০০০ শিক্ষার্থী ভোট দিতে আসে, তাহলে আপনি লিফলেট দিয়ে কয়জনকে ম্যানিপুলেট করবেন ?’