বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

অনেকটা এমসিকিউ পরীক্ষার মতো লাগতেছিলো ডাকসু নির্বাচন

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সকাল থেকেই নির্ধারিত ভোট কেন্দ্রে উপচে পড়া ভিড় দেখা গেছে ভোটারদের। উচ্ছ্বসিত ভোটাররা সকাল সকালই ভোট দিতে ভিড় জমিয়েছে ভোট কেন্দ্রে, এতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করে এসব চিত্র দেখা যায়।

টিএসসি কেন্দ্রে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন রোকেয়া হলের শিক্ষার্থী সাউদিয়া ইসলাম খান। তিনি বলেন, ‘প্রথমবার ডাকসুর ভোট দিয়েছি। অনেকটা এমসিকিউ পরীক্ষার মতো লাগতেছিলো। এজন্য একটু ভয় কাজ করতেছিলো। তবে ভোট দেওয়ার জন্য যথেষ্ট সময় ছিলো।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাফিসা আনজুম। ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ডাকসু নির্বাচনে ভোট দিতে এসেছেন। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে বললেন, ‘অনেক বেশি উত্তেজনার কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই ভোট দিতে এসেছি। আমার সারা রাত ঘুম হয়নি। জীবনে প্রথমবার কোন নির্বাচনে ভোট দিতে এসেছি। ভোটের লাইন কিছুটা বড়। অপেক্ষা করছি, কখন ভেতরে প্রবেশ করতে পারব। আশা করছি, পছন্দের প্রার্থী বেছে নিতে পারব।’

এদিকে ডাকসু নির্বাচনে জীবনে প্রথমবার ভোট দিতে এসেছেন অর্পিতা সাহা। তিনি বলেন, ‘কোনো নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে এসেছি। লাইনে জট হবে ভেবে সকাল সকাল এসেছি। তারপরও লাইনের শেষ দিকে দাঁড়িয়েছি। গণতান্ত্রিক অধিকার পূরণ করতে পেরে অন্যরকম ভালো লাগা কাজ করছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম। লাইনে দাঁড়িয়ে তিনি বলেন,‘ভোট নিয়ে অনুভূতি অনেক বেশি। প্রথম ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছি। আমাদের ভোটের ওপরে নির্ভর করছে, পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় কী হবে।’

রাকিবুল আরও বলেন, ‘পরীক্ষার আগে হোমওয়ার্ক করার মতো রাত জেগে আমরা ৫২৬ জন প্রার্থী থেকে ৪১ জনকে সিলেক্ট করেছি। তারপর ঘুম থেকে সবাইকে নিয়ে উঠে চলে আসছি ভোট দেওয়ার জন্য। আশা করি পছন্দের প্রার্থী যাদের ভোট দেব তারা জিতবে।’

 

সর্বাধিক পঠিত