মঙ্গলবার, 9 সেপ্টেম্বর 2025
MENU
daily-fulki

ওএমআর ব্যালট সিস্টেমে হবে জাকসুর ভোটগ্রহণ

জাবি সংবাদদাতা : আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ওএমআর ব্যালট পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জাকসু নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।


তিনি বলেন, এবারের নির্বাচন কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে একজন ভোটারকে ৪০ জন প্রার্থীকে ভোট দিতে হবে। সে বিষয়টিকে বিবেচনায় নিয়ে আমরা আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং বিভিন্ন অংশীজনের সাথে পরামর্শক্রমে ওএমআর ব্যালট পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, একটি বিশেষায়িত কোম্পানির মাধ্যমে এই ব্যালট পেপার ছাপানো হবে। ব্যালট পেপারটা ওএমআর ফর্ম সিস্টেমে হবে এবং সেটা মেশিন রিডেবল হবে। এমনকি ভোটের ফলাফল মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা হবে।

 


 

সর্বাধিক পঠিত