ফুলকি ডেস্ক : সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে জাতীয় দলের প্রীতি ম্যাচের পাশাপাশি এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইও চলছে। ফলে ৬ (আজ) ও ৯ সেপ্টেম্বর জাতীয় ও অনূর্ধ্ব-২৩ দলের একসঙ্গে দুই ম্যাচ খেলবে অনেক দেশই। আজ বাংলাদেশ সময় বিকেল ৩টায় ভিয়েতনামে মাঠে নামবেন মোরসালিনরা।
এএফসি অ-২৩ টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখতে আজ ইয়েমেনের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। ড্র করলে গ্রুপ রানার্সআপ হওয়ার মৃদু সম্ভাবনা থাকলেও ১১ গ্রুপের মধ্যে সেরা চার রানার্সআপ হয়ে মূল পর্বে খেলা যাবে না বললেই চলে। তাই ইয়েমেনের বিপক্ষে আজ বাঁচা-মরার লড়াই। এই ম্যাচে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামের খেলার কথা রয়েছে।
ইয়েমেনের বিপক্ষে মোরসালিনরা যখন ভিয়েতনামের মাঠ থেকে উঠবেন, তখন নেপালের কাঠমান্ডুতে নামবেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ সময় পৌনে ৬টায় স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা আজকের ম্যাচে খেলছেন না ইনজুরির জন্য। বাংলাদেশ ও নেপাল দুই দলই এশিয়ান কাপ বাছাইয়ে অক্টোবর ম্যাচের প্রস্তুতির জন্য এই উইন্ডোতে খেলছে।