শুক্রবার, 10 অক্টোবর 2025
MENU
daily-fulki

পুলিশের লুণ্ঠিত অস্ত্রের সন্ধান দিলে লাখ টাকা পুরস্কার

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কার প্রদান করা হবে।

শুক্রবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পুরস্কার হিসেবে প্রতিটি পিস্তল ও শটগানের জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে।

এ ছাড়া প্রতিটি চায়না রাইফেলের জন্য এক লাখ, এসএমজির জন্য দেড় লাখ, এলএমজির জন্য ৫ লাখ এবং প্রতি রাউন্ড গুলির জন্য ৫০০ টাকা হারে পুরস্কার প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, তথ্য বা সন্ধান প্রদানকারী ব্যক্তির পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

 

সর্বাধিক পঠিত