বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

খুলনায় জাপা কার্যালয়ে গণঅধিকার নেতাকর্মীদের হামলা-ভাঙচুর

 

খুলনা সংবাদদাতা : খুলনায় জাতীয় পার্টির (জাপা) জেলা ও মহানগর কার্যালয়ে হামলাও  ভাঙচুর চালিয়েছেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। এছাড়া সড়ক অবরোধ করে জাপা চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ করেন তারা। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরের ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, বিকেল সাড়ে চারটার দিকে নগরের ফেরিঘাট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। মিছিলকারীরা জাপা কার্যালয়ের সামনে গিয়ে ভাঙচুর চালান। কার্যালয়ের গ্রিল খুলে রিকশায় করে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র রাস্তায় এনে আগুন দেওয়া হয়। এরপর মিছিলকারীরা ফেরিঘাট মোড়ে ফিরে জি এম কাদেরের কুশপুত্তলিকা দাহ করেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত এ কর্মসূচি চলে। গণ অধিকার পরিষদের নেতারা জানান, দলের সভাপতি নুরুল হকসহ নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাপাসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছিল।

ভাঙচুরের পর দলীয় কার্যালয়ের সব মাল লুট করা হয়েছে দাবি করেছেন জাপার মহানগরের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, হামলাকারীরা কার্যালয়ের চেয়ার-টেবিল, কাগজপত্র ছাড়াও দরজা-জানালার গ্রিল ও সাইনবোর্ডের লোহালক্কড় পর্যন্ত খুলে নিয়ে গেছেন। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করে জাপা কার্যালয় ভাঙচুর করেছেন। এখন পরিস্থিতি শান্ত। এ ঘটনায় এখনো পুলিশের কাছে কেউ অভিযোগ করেননি।

 

 

সর্বাধিক পঠিত