স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত র্যালিতে সাভার-আশুলিয়ার বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টারদিকে এই র্যালিটি গেন্ডা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে রেডিও কলোনি বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে পুরো এলাকা।