আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০০পিস ইয়াবা ট্যাবলেটসহ আল বেরুনী আন (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আল বেরুনী আন (২৮) রাজশাহী জেলার চারঘাট থানার জাফরপুর মধ্যপাড়া এলাকার মৃত আসলাম সরকার ওরফে আসলাম আলীর ছেলে। বর্তমানে তিনি আশুলিয়ার নিরিবিলি এলাকার ডাঃ শহিদুল ইসলামের বাড়িতে ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার নিরিবিলি এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০০পিস ইয়াবাসহ আল বেরুনী আন (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পর তাকে থানায় হস্তান্তর করা হয়।