বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

সাভারে অবৈধ আইসক্রিম কারখানায় অভিযান, ২ জনকে কারাদন্ড


স্টাফ রিপোর্টার : সাভারে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুদের আইসক্রিম তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। 


বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নাজিমনগর এলাকায় আইমান ফুড এন্ড এগ্রো কারখানায় অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সরকার। 


নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সরকার জানান, কোন অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি করে আসছিল প্রতিষ্ঠানটি। এ ধরনের মানহীন আইসক্রিম খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। কারখানাটি লাভেলা ব্র্যান্ডের আইসক্রিমের প্যাকেট ব্যবহার করেও ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল।


এসব অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা হেলালকে এক বছর ও সহকারী ম্যানেজার নাঈমকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 

সর্বাধিক পঠিত