বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

ধামরাইয়ে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬

 

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৩ সেপ্টেম্বর) ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।


বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) ধামরাই উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, মোঃ মামুন মোল্লা, মোঃ মজর মোল্লা, মোঃ মনির হোসেন মোল্লা, আরমান আলী, রবি সরকার, হৃদয়, সারোয়ার হোসেন বাবু, সেলিম হোসেন, লাভলী আক্তার, আব্দুল আলিম, শামীম,
মো. রহিম, লাকী আক্তার, হাবিব প্রমানিক, মোঃ শাকিল,

গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ০৯ জন, মাদক মামলায় ৪ জন, ডাকাতি প্রস্তুতি মামলায় ০১জন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে শিক্ষার্থী সাদ হত্যা মামলায় ০২ জন।

এসময় মাদক মামলার আসামীদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩৬.৩ গ্রাম হেরোইন ও ১১পিস ইয়াবা যার আনুমানিক মুল্য ৩,৬৫,০০০ হাজার টাকা।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গত ২৪ ঘন্টায় ধামরাই থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বেলা এগারোটার দিকে আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বাধিক পঠিত