ফুলকি ডেস্ক : নিখোঁজের পাঁচ ঘণ্টা পর শিবচর উপশহর এলাকার ময়নাকাটা নদী থেকে তিন মাস বয়সি এক কন্যা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। হৃদয়বিদারক এ ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু মারিয়ামকে নিয়ে তার মা কানন আক্তার বাসা থেকে বের হন। প্রায় ঘণ্টাখানেক পর তিনি কোলশূন্য অবস্থায় একাই বাসায় ফিরে আসেন। এর কিছুক্ষণ পর শিশু মারিয়াম নিখোঁজ হয়েছে দাবি করে পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হয়। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার সন্ধ্যায় ময়নাকাটা নদী থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শিশু মারিয়াম শিবচর পৌরসভার ডিসি রোড এলাকার মাওলানা রফিকুল ইসলামের মেয়ে। তার মা কানন আক্তার স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষিকা।
প্রতিবেশীরা এ ঘটনাকে অত্যন্ত সন্দেহজনক বলে বর্ণনা করছেন। তারা জানান, দুধের শিশুকে নিয়ে ঘর থেকে বের হয়ে মায়ের একা ফিরে আসাটা অস্বাভাবিক। জানা যায়, এই মেয়েটি জন্মের পর থেকেই মা কানন আক্তার মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
শিশুটির বাবা মাওলানা রফিকুল ইসলাম বলেন, আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ। দুপুরে আমার স্ত্রী মেয়েকে নিয়ে বের হয়। এরপর সে একাই বাড়িতে ফেরে। সারাদিন খুঁজে সন্ধ্যায় লাশ পাই।
মাদারীপুরের শিবচর থানার ওসি মো. রাকিবুল ইসলাম বলেন, শিবচরের ময়নাকাটা নদী থেকে শিশু মারিয়ামের লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।