মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় মো. সেলিম (৫১) নামে এক ব্যক্তির বসতঘরে থাকা বিষ পান করে আত্মহননের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিষপান করে। পরে সাটুরিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানাতে বললে, পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যায়।
পরবর্তীতে থানা পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নিহতের স্ত্রী শিল্পী আক্তার (৩৮) বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরগজ গ্রামের পূর্বনগর এলাকার মৃত হযরত আলীর মেয়ে শিল্পী আক্তারের সঙ্গে মো. সেলিমের বিয়ে হয়। সেলিম ইটের ভাটায় কাজ করতেন। তিনি দানের শেখের ছেলে। সেলিম হরগজ ইউনিয়নের ভোটার। শিল্পী আক্তার গোলড়া একটি ফ্যাক্টরিতে চাকরি করেন। সোমবার সকালে চাকরিতে যাওয়ার আগে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটি হয়।
সেলিম ঘরের হাঁড়ি-পাতিল ভাঙচুর করেন। স্ত্রী চাকরিতে গেলে সকাল ১০টার দিকে ফোন করে শেষবারের মতো ক্ষমা চান সেলিম। তারপর সকাল সাড়ে ১০টার দিকে ভাড়া বাসায় বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। একপর্যায়ে পরিবারের লোকজন দেখতে পেয়ে সাটুরিয়া সদর হাসপাতালে ভর্তি করে। দুপুর ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ শাহিনুল ইসলাম জানান, মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। চূড়ান্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।