বৃহস্পতিবার, 9 অক্টোবর 2025
MENU
daily-fulki

ধামরাইয়ে পুলিশের চেকপোস্টে গোয়েন্দা সংস্থার ভুয়া সদস্য আটক


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে জাতীয় গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে ফরিদ আলী (২৩) নামে এক ভুয়া সদস্যকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

সোমবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কচমচ এলাকায় পুলিশের চেকপোস্টে তাকে আটক করা হয়।
আটক ফরিদ আলী ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড থানার গাড়াবাড়িয়া পূর্বপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। 


পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে কচমচ এলাকায় রাত্রীকালীন পুলিশের চেক পোস্টে কুষ্টিয়াগামী একটি প্রাইভেটকারে তল্লাশী করা হয়। ওই সময় প্রাইভেটকারের তিনজনের মধ্যে ফরিদ আলী নামে এক ব্যক্তি নিজেকে গোয়েন্দা সংস্থার সদস্য বলে পরিচয় দেন। কিন্তু তার অসঙ্গতিপূর্ণ কথাবার্তায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি ঝিনাইদহের কেশব চন্দ্র কলেজ এর অনার্স প্রথম বর্ষের ছাত্র বলে জানান। এসময় তার কাছ থেকে তার নিজের ছবি সংবলিত জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি আইডি কার্ড জব্দ করা হয়। তাতে তার পদবী লেখা রয়েছে ওয়ারলেস অপারেটর। 


ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, চেকপোস্টে এনএসআই এর ভুয়া সদস্য পরিচয়ের ফরিদ আলী নামের এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

সর্বাধিক পঠিত