শুক্রবার, 10 অক্টোবর 2025
MENU
daily-fulki

গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম প্রত্যাহার


স্টাফ রিপোর্টার : গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত একটি আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খানকে তার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে দায়িত্বভার হস্তান্তর করে ২ সেপ্টেম্বর ২০২৫এর মধ্যে সদর দপ্তরে রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হলো।  

উল্লেখ্য, মো. নাজমুল করিম খান ২০২৪ সালের ১২ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার হিসেবে যোগদান করেন।

 

সর্বাধিক পঠিত